প্রকাশ: ২২ জুন ২০২০, ১৭:৪৩
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি চীন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদি আসলে ‘সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি’। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন তিনি।লাদাখে চীনের আগ্রাসন ইস্যুতে প্রথম থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন নীতিকে প্রশ্নবিদ্ধ করে প্রতিবেদক দাবি করেছেন, মোদি চীন সরকারকে তোষণ করে চলার চেষ্টা করছেন। জাপান টাইমস এর সেই প্রতিবেদনকে হাতিয়ার করেই রাহুল গান্ধীর দাবি, চীনের কাছে আত্মসমর্পণ করেছেন মোদি। তিনি সংক্ষিপ্ত টুইট মন্তব্যে বলেন, ‘নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি।’