প্রকাশ: ২০ জুন ২০২০, ১৯:১২
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ভাইরাস প্রতিরোধে এখনো কোনো কার্যকরী ওষুধ আবিষ্কার হয়নি। যদিও করোনার কার্যকর ভ্যাকসিন তৈরি করতে বেশ কয়েকটি দেশ কাজ করে যাচ্ছে।এদিকে কুকুর-বিড়ালের মতো পোষা ও গৃহপালিত প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত এলাকায় ফের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এ কারণে প্রাণীদের ওপর কোভিড-১৯-এর প্রভাব নিয়ে বিস্তর গবেষণার তাগিদ দিয়েছেন তারা। এরই মধ্যে বিড়াল, কুকুর, হ্যাম্সটার, বানর ও ফেরিটের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। শৌখিন অনেক মানুষই ভালোবেসে এসব প্রাণী পুষে থাকে। ফলে জনবসতিতে এসব প্রাণীর মাধ্যমে করোনা ছড়ানোর যথেষ্ট ঝুঁকি আছে।