অসুস্থতা ও থাকা না থাকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমন আলোচনার মধ্যেই এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন কিম। করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের চিঠি দিচ্ছেন তিনি।
প্রথম চীনের প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়েছেন কিম। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য ওই চিঠিতে চীনের প্রশংসা করেছেন তিনি। এরপরই তিনি চিঠি পাঠালেন রাশিয়ায়। করোনাভাইরাস নিয়ন্ত্রণের সাফল্য কামনায় পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের বর্ষপূর্তিকে অভিনন্দন জানালেন তিনি।
বিগত বেশ কিছুদিন ধরেই নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। আর তারপরই এভাবে কূটনৈতিক সম্পর্ক সুন্দর করে তোলার জন্য কিম চিঠি লিখছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির খবর অনুযায়ী ওই বার্তায় কিম জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন। কিমের মতে, আচমকা তৈরি হওয়া উদ্ভূত মহামারি পরিস্থিতি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। তবে ঠিক কবে বার্তাটি পাঠানো হয়েছে, তা এখনও অজানা।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।