প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৬:৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, আওয়ামী সরকারের সময় আলোচিত গুমের মামলাগুলোর কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার রিপোর্ট খুব শিগগিরই দাখিল করা হবে। তিনি যোগ করেন, "আমরা আজকের আলোচনায় বিস্তারিত বলছি না, তবে অনেকগুলো ঘটনা এই সপ্তাহে প্রকাশিত হবে।"
চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের জন্য বিভিন্ন ফরমাল চার্জই যথাযথ জবাব হিসেবে বিবেচিত হবে। তদন্ত চলাকালীন সময় প্রয়োজন ছিল এবং সেই সময় সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল করা হবে।
তিনি বলেন, বিচারের আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। ন্যায়বিচার কার্যক্রমের মাধ্যমে জাতির প্রত্যাশা অনুযায়ী নিকৃষ্টতম হত্যাকারী, গণহত্যাকারী এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে।
ওবায়দুল কাদেরের মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, সব মামলার ফল একবারে হবে না। ক্রমান্বয়ে ফরমাল চার্জ দাখিল হবে। মামলাগুলো পর্যায়ক্রমে ম্যাচিউর স্টেজে পৌঁছেছে এবং যথাসময়ে এর ফলাফল প্রকাশ করা হবে।
তিনি প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেন। কেউ দায়মুক্তি পাবেন না, কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করলে লাভ নেই। ন্যায়বিচার সবসময় তার নিজ গতিতে চলবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হবে।
গুমের মামলার তদন্ত শেষ হয়েছে কিনা জানতে চাইলে তাজুল ইসলাম জানান, সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে দাখিল হবে। মামলাগুলো জটিল হওয়ায় খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা করা হচ্ছে।
প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাকিটুকু বিষয়ও যথাসময়ে প্রকাশিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ খুব শিগগিরই এসব মামলার পূর্ণাঙ্গ তথ্য ও ফলাফল জানতে পারবে।