প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ২১:৩৫
করোনাভাইরাস।এই মুহূর্তে গোটা বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছে এই মারণ ভাইরাস।হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস।আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে আরো লাখো মানুষ। সবচেয়ে বড় সমস্যা-হলো এর চরিত্র বদলানোর ক্ষমতা। সংক্রমণ শুরুর এতদিন পরেও এর কোনো প্রতিষেধক আবিস্কার করা যায়নি।
এদিকে, গবেষকরা বলছেন, পৃথিবীর সব প্রান্তে করোনা সমান বিপজ্জনক নয়। কোথাও এর মারণ ক্ষমতা বেশি, কোথাও কম।বিশ্বের অন্য এলাকার তুলনায় করোনার মারণ ক্ষমতা ভারতে তথা দক্ষিণ এশিয়ায় (বাংলাদেশসহ) অনেকটাই কম। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস।