পত্রিকার ১৫ পাতা জুড়ে শুধুই মৃতদের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২০ ০১:৫৩ পূর্বাহ্ন
পত্রিকার ১৫ পাতা জুড়ে শুধুই মৃতদের নাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার মানুষ। তবে এখনো আশা ছাড়েননি মার্কিনীরা।

করোনার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে ১৫ পাতা জুড়ে মৃত ব্যক্তিদের নাম প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে দেশটির একটি শীর্ষ সংবাদপত্র।

কঠিন সময়ে ম্যাসাচুসেটস শহরে করোনায় মৃত্যুর কোলে ঢলে পড়া নাগরিকদের অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়েছে পত্রিকা ‘বোস্টন গ্লোব’পত্রিকাটির রোববারের বিশেষ সংখ্যায় ১৫ পাতা জুড়ে শহরের মৃত ব্যক্তিদের নাম ছাপা হয়েছে। এ পর্যন্ত ম্যাসাচুসেটস শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৭০০ জনের। শুধুমাত্র শহরের ডরচেস্টার এলাকায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ মানুষ

এদিকে, করোনায় মৃতদের প্রতি ‘বোস্টন গ্লোব’-এর এই শ্রদ্ধার্ঘ্য সাড়া ফেলেছে সারা দুনিয়ায়। অনেকেই টুইট করে পত্রিকাটির প্রশংসা করছেন। এর আগে ইতালির একটি পত্রিকা করোনায় মৃতদের নাম প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছিল। তবে সেখানে এতগুলি নাম প্রকাশ করা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।