প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৫:৩৫
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার দুপুর পর্যন্ত) আরও ৫৯৬ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০ জনে। এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন। গতকাল শনিবার যা ছিলো ৫ হাজার ৫২৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৬৭ জন।