নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ব্যবসা করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মো. আরিফুর রহমানের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেড।
বুধবার (৮ অক্টোবর) সকালে চৌমুহনী বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির ভাইস চেয়ারম্যান হাজী মো. ইউছুফ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে ৮ একর ৪০ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত এই মার্কেটে বর্তমানে ২ হাজার ২০০ ব্যবসায়ী ব্যবসা করছেন। সমিতি প্রতি বছর পৌরসভাকে ২ লাখ ৩৪ হাজার টাকা ট্যাক্স প্রদান করে।
অভিযোগে বলা হয়, ইউএনও মার্কেটের পৌরসভার লাইট বন্ধ করে দিয়েছেন, সুইপার নিয়ে গেছেন, ছয় মাস ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না। ফলে ব্যবসায়ীরা চরম দুর্ভোগে রয়েছেন। এছাড়া মার্কেটের সামনে ইউটার্ন থাকার কারণে বড় যানবাহন প্রবেশে সমস্যা হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসায়ীদের পণ্য সরবরাহে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে ইউএনওর নেতৃত্বে কর্মকর্তারা সমিতির অফিসে প্রবেশ করে সচিব আবুল খায়ের রাসেল ও পিয়ন মমিন উল্যাহ সুমনকে মারধর করেন এবং অফিসের আলমারি-ড্রয়ার তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যান।
সমিতির কর্মকর্তারা অভিযোগ করেন, ইউএনওর নেতৃত্বে জনস্বার্থে স্থাপিত ডাস্টবিন ও সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং সমিতির জায়গায় জোরপূর্বক শৌচাগার নির্মাণের চেষ্টা চলছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।