ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে ঘণ্টাখানেক আটকা পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল–বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রবল যানজটে পড়েন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পরও যানবাহন না নড়ায়, তিনি নিজ সিদ্ধান্তে গাড়ি ফেলে মোটরসাইকেলে করে যাত্রা শুরু করেন।
চশমা চোখে, মাথায় হেলমেট পরে মোটরসাইকেলে চেপে বসার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়। উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময় দেখা দেয়। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা মহোদয় আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হয়েছিলেন। সোহাগপুর এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে করে যাত্রা চালিয়ে যান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই সড়কে চলমান নির্মাণকাজ ও ট্রাক–কাভার্ডভ্যানের অবৈধ পার্কিংয়ের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় উপদেষ্টার এমন সিদ্ধান্তে জনগণ যেমন বিস্মিত, তেমনি দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি প্রশ্নও তুলেছেন—কেন জাতীয় মহাসড়কে এমন অব্যবস্থাপনা চলতে থাকে?