
প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ২:৩৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে বর্ণবাদী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা পরিস্কার জাকির নায়েক বর্ণবাদী বিদ্বেষ ছড়াচ্ছেন। জাকির নায়েক এর আগে চীনা মুসলিমদের দেশটি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি তখন বলেন, “মানুষ আমাকে ‘অতিথি’ হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু এখানকার চীনা মুসলিমরা আরও পুরোনো অতিথি। তারা এখানকার বাসিন্দা নয়। এখন আপনি যদি নতুন অতিথিকে বের করতে চান, তার আগে পুরোনো অতিথিকে বের করে দেওয়া উচিত।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব