কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১১ই আগস্ট ২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ন
কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। শনিবার (১১ আগস্ট) কংগ্রেস ওয়ার্কিং কমিটির দীর্ঘ বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তিনি। দলটির স্থায়ী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই অন্তর্বর্তিকালীন সভাপতি হিসেবে দল সামলাবেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ।

এর আগে, কংগ্রেসের নতুন সভাপতি বাছাইকে কেন্দ্র করে সৃষ্টি হয় নাটকীয়তা। নিরপেক্ষতা বজায় রাখতে সভাপতি নির্বাচন পর্বের বৈঠক ছেড়ে চলে আসেন সোনিয়া ও রাহুল গান্ধী।

বৈঠক শুরু করার কিছুক্ষণের মধ্যেই নতুন সভাপতি নির্বাচনে পাঁচটি গ্রুপ তৈরি করে ওয়ার্কিং কমিটি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং উত্তর-পূর্বাঞ্চল- দেশের ভৌগোলিক চরিত্র অনুযায়ী এই পাঁচটি গোষ্ঠীতে ভাগ হয় ওয়ার্কিং কমিটি। এই পাঁচ সাব কমিটির সিদ্ধান্তের পর রাত আটটায় ওয়ার্কিং কমিটি আরেকবার বৈঠকে বসে। এরপরই ঘোষণা হয় সভাপতি সোনিয়া গান্ধীর নাম।