
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ১৮:২

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা দিবসের আগে বুধবার থেকেই দেশটির ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ জারি ১০ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে। ওই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও। এছাড়াও চারটি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব