ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ফলাফল ভয়ঙ্কর হবে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১০ই আগস্ট ২০১৯ ০২:৫২ অপরাহ্ন
ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ফলাফল ভয়ঙ্কর হবে

নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। সেই উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী জানিয়ে দিল, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনরকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার ফলাফল হবে ভয়ঙ্কর।


 শুক্রবার (৯ আগস্ট) পাক সেনার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির চেয়েও সেই প্রতিশোধ হবে ভয়ঙ্কর। 

পাক সেনার মিডিয়া উইংইয়ের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল আসিফ গফুর টুইটারে জানান, “ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে এরপর কোনরকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার ফলাফল হবে ভয়ঙ্কর। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির চেয়েও সেই প্রতিশোধ হবে ভয়ঙ্কর।”

উল্লেখ্য, পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। প্রতিশোধ নিতে আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান। প্রতিরোধ করে ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় বিমানবাহিনীর অফিসার অভিনন্দনকে আটক করে পাকিস্তানী সেনাবাহিনী। পরে কূটনৈতিক চাপের কাছে মাথা নত করে অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেয় ইসলামাবাদ।