
প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ৪:৪০

ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লি যে নৃশংসতা চালাচ্ছে তা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক। শনিবার (১০ আগস্ট) ইন্ডিয়া টুডে’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অমর্ত্য সেন বলেন, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ অবস্থা যে একটি কলঙ্ক তার অনেক প্রমাণ আছে। বিদেশের আলোচনাগুলোতেও কাশ্মীর গুরুত্বের সঙ্গে স্থান পায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব