ফিলিপাইনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় এটিকে ‘জাতীয় মহামারী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ আগস্ট) এই ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইনকোয়ার।
এদিকে দেশটিতে চলতি বছরের জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২২ জন মারা গেছেন। এছাড়া এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬২ জন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত ও জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদে এই সংকটকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।