৩৭০ ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের পুনর্গঠনের পর সেখানকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার পালটা হিসেবে ইসলামাবাদ বুধবারই ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে।আর এরপরই মালালা টুইট করে আশঙ্কা প্রকাশ করেন।টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি কাশ্মীরি নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বোধ করছি। যেকোনও অশান্তি, হিংসায় তারাই সফট টার্গেট, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হন।’পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছেও কাশ্মীরি শিশুদের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন।কাশ্মীর সম্পর্কে স্মৃতিচারণায় মালালা আরও লেখেন, ‘আমি ছোট থেকেই শুনে আসছি, জম্মু-কাশ্মীরের মানুষজন আতঙ্কের মধ্যে বসবাস করেন। আমার বাবা, মা, দাদা, দাদি সকলর কাছে শুনেছি৷’পাকিস্তানি কন্যা হিসেবে কাশ্মীর সমস্যা সম্পর্কে সম্যক ধারণা আছে মালালা ইউসুফজাইয়ের। ভূস্বর্গ নিয়ে ভারত-পাকিস্তানের চিরদ্বন্দ্বও তার কাছে স্পষ্ট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।