প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে সোমবার ভয়াবহ বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আত্মঘাতী সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি সদস্যও আছেন।
