প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৪২

দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মর্জিনা খাতুন (৫৫), মাজিয়া বেগম (১৫), তানজিলা আক্তার (পরিচয় নিশ্চিত নয়) এবং এক অজ্ঞাত শিশুসহ মোট চারজন। আহত ব্যক্তি ও শিশু বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
