
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৫১

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে।
