
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৯

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প একযোগে নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ এবং ক্ষতির মুখে পড়ে হাজারো স্থাপনা ও ভবন। ভূমিকম্পের পরদিন একই জোনে তিন দফা আফটারশক অনুভূত হয়, যার একটির মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূতাত্ত্বিকরা সতর্ক করে বলছেন—শঙ্কা এখনও কাটেনি, বরং চলতি সপ্তাহেই আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানতে পারে।
