প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৭

বাংলাদেশে শুক্রবারের (২১ নভেম্বর) ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই রোববার (২৩ নভেম্বর) আবারও কেঁপে উঠল প্রতিবেশী দেশ মিয়ানমার। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
