শার্ট ডাউনে পর্যটন বিপর্যয়: কুয়াকাটা সৈকতে নেই পর্যটকের ভিড়

আনোয়ার হোসেন আনু
আনোয়ার হোসেন আনু, থানা প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

শেয়ার করুনঃ
শার্ট ডাউনে পর্যটন বিপর্যয়: কুয়াকাটা সৈকতে নেই পর্যটকের ভিড়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত শার্ট ডাউন কর্মসূচির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এখন অস্বাভাবিক নীরব ও জনশূন্য। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতে ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুচরজুড়ে মাত্র ৫০–৬০ জন মানুষ উপস্থিত, যাদের বেশিরভাগই ক্যামেরাম্যান বা স্থানীয় খুচরা ব্যবসায়ী। সাধারণ সময়ের মতো পর্যটকের ভিড়, বীচের ছাতা-বেঞ্চে বসা কিংবা ভ্রমণপিয়াসীদের কোলাহল—কোনোটিই নেই।

সড়কপথে যাত্রী সংকট ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়াকাটা থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। বরিশাল বিশ্ববিদ্যালয় ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ এবং শার্ট ডাউনের কারণে বরিশাল–কুয়াকাটা মহাসড়কেও গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি এবং পর্যটন ব্যবসায়ীদের লোকসান বেড়েছে কয়েকগুণ।

কুয়াকাটা সৈকতের ছাতা-বেঞ্চ ব্যবসায়ী আবু ছালেহ জানান, “সকাল থেকে এখন পর্যন্ত একশো টাকাও আয় হয়নি। সৈকত একেবারেই ফাঁকা। বসে বসে সময় কাটানো ছাড়া উপায় নেই।”

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থ নিবাসে ৭৭টি কক্ষের মধ্যে দু’একটি ছাড়া সবই খালি। একই পরিস্থিতি কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, ওশান ভিউ কনভেনশন সেন্টারসহ অন্যান্য বড় হোটেল-মোটেলেও। রিসোর্টের সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল বলেন, “শার্ট ডাউনের ঘোষণায় সব বুকিং বাতিল হয়েছে। এখন পুরো রিসোর্ট খালি পড়ে আছে।”

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, “রাজনৈতিক অস্থিরতা, শার্ট ডাউন কর্মসূচি এবং সড়ক নিরাপত্তার কারণে কুয়াকাটায় পর্যটক নেই বললেই চলে। মৌসুম শুরু হলেও কোনো সাড়া আমরা পাচ্ছি না। পর্যটন খাত আর্থিকভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে।”

এভাবে চলতে থাকলে স্থানীয় পর্যটননির্ভর অর্থনীতি বড় সংকটে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

মনোনয়ন বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ

মনোনয়ন বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রশ্নে রাজবাড়ীতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজবাড়ী–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি,

কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য  ‘অভিভাবক ছাউনি’ নির্মাণ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবনির্মিত ছাউনির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।  এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসার কারণে রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। রোববার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মেঝো ছেলে মো. রাজন হোসেন এই অভিযোগ তোলেন। নিহত রাবেয়া লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী। ছেলে রাজন জানান, দুই মাস আগে

ট্রাইব্যুনালের রায় কার্যকর নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় কার্যকর নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামীকাল ট্রাইব্যুনালের রায় যা-ই হোক না কেন, তা কার্যকর করা হবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং নির্দেশনার অপেক্ষায় রয়েছে। রোববার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। দুপুরে

বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার

বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত কানকাটা কাদিরা হত্যাকাণ্ডের সাতদিন পর এক সৌদি প্রবাসীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইদ্রিস ওরফে মানিক (৩৪), মোহাম্মদ রাকিব (২৬) এবং একই বাড়ির মো. জাফর (২৮)। শনিবার (১৫ নভেম্বর) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা