প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

দিনাজপুরের হিলি স্থলবন্দরের শূন্যরেখায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। রোববার (২৩ নভেম্বর) বিকেলে হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টের সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়লে দুই দেশের মাঝে চলাচলকারী পণ্যবাহী ট্রাকগুলোর দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় বন্দর এলাকায় সাময়িকভাবে অচলাবস্থা সৃষ্টি হয় এবং দুই দেশের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন।
