কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া জহুর আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় নয়াপাড়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী বলেন, মাদক ও অপহরণ মুক্ত টেকনাফ গড়তে যুবকদের অংশগ্রহণের বিকল্প নেই। টেকনাফের বদনাম কে গোছাতে এধরণের খেলা জরুরি। দর্শকদের বিনোদন দিতে খেলোয়াড়দের সুন্দর খেলা উপহার দিতে হবে। সমাজে ছড়িয়ে দিতে হবে খেলাধুলার বার্তা। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খেলায় টেকনাফ উপজেলার দুই শক্তিশালী ফুটবল দল রঙ্গিখালী অলস্টার ফুটবল দল ও শালবাগান ফুটবল দল অংশগ্রহণ করেন। এক ঘন্টার খেলা টান টান উত্তেজনা ও দর্শকদের মুহুর্মুহু করতালি মাধ্যমে শক্তিশালী শালবাগান ফুটবল দল ২ গোলে জয় লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শালবাগান ফুটবল দলের আবু বক্কর।
খেলা শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলামের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।