প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১৪

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল বাংলাদেশ দলের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী। কারণ সিরিজটির মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, মুশফিকের শততম টেস্ট জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান পুরো দল। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে টাইগাররা। দাপুটে পারফরম্যান্সে আইরিশদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
