রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় নিখরহাটি নগরকান্দা ফরিদপুর রেজাউল শেখ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বরাট ক্লাব হাউজের নিজস্ব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় নিখরহাটি নগরকান্দা ফরিদপুর রেজাউল শেখ ফুটবল একাডেমী ২-১ গোলে মাগুরা মোহাম্মদপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বরাট ক্লাব হাউজের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সহ-সভাপতি সজল চৌধুরী, সাধারণ সম্পাদক তাওহীদ চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও ১০/১২ লক্ষাধিক দর্শক মন্ডলী।
উল্লেখ্য, এ টুর্নামেন্টটি ৮ জেলার অংশগ্রহণে গত মাসের ৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার উদ্বোধন করা হয়।
ফাইনাল খেলার ধারাবিবরণীতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার এস কে জেইড (রেডিও ধ্বনি ৯১.২ এফএম)