ইসরায়েলের নৌবাহিনীর হাতে আটক হয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।
বিবৃতিতে বলা হয়েছে, “গাজার উদ্দেশে যাত্রাকালে আমাদের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করেছে ইসরায়েল। এ ঘটনার প্রতিবাদে অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।”
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ৪৩টি নৌযান যাত্রা শুরু করেছিল। এই অভিযানে অংশ নেন ৪৪ দেশের ৫০০ নাগরিক। এর মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।
কিন্তু গাজার জলসীমার কাছে পৌঁছার পর ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে। বুধবার প্রথমে ১৩টি নৌযান আটক করা হয়, পরদিন আরও ২৯টি নৌযান আটক হয়। শুক্রবার সকালে শেষ নৌযানটি আটক করে ইসরায়েলি সেনারা।
এফএফসির ভাষ্যমতে, আটক অভিযাত্রীরা প্রথম দিন থেকেই অনশন শুরু করার সিদ্ধান্ত নেন। তবে ইসরায়েল এখনও পর্যন্ত আটক অভিযাত্রীদের মুক্তি কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, মানবিক সহায়তা পৌঁছানো ঠেকাতে ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।