প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৯:৫২
কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়ার শাহজাহান (৫০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শাহজাহান মৃত শামসু মিয়ার ছেলে এবং মামলার প্রধান আসামি।