প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:৭
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল—এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন এক প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখনো চূড়ান্তভাবে হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে মার্কিন প্রশাসনের বিভিন্ন স্তরে এ নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাতে পারে। অন্যদিকে, কিছু অংশ এখনও এই সম্ভাবনাকে অনিশ্চিত মনে করছে।
এই সংক্রান্ত তথ্য সিএনএনকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে, যারা দাবি করেছে—গত কয়েক মাসে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি হামলার মাত্রা অনেকটাই বেড়ে গেছে। এই পর্যবেক্ষণ এসেছে ইসরায়েলি সামরিক যোগাযোগ, উচ্চপর্যায়ের নেতাদের বক্তব্য এবং সামরিক প্রস্তুতির ওপর নজরদারি থেকে।
গোয়েন্দা সূত্রের মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো সমঝোতা হয়, যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ না সরিয়ে রাখে, তবে ইসরায়েলের আক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাবে। এই সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে।
এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ (NSC) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে, ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্স উল্লেখ করেছে, তারা স্বাধীনভাবে সিএনএনের এই তথ্য যাচাই করতে পারেনি। তবে অঞ্চলজুড়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এমন আশঙ্কা খুব একটা অবাস্তব নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে করে ইসরায়েল-ইরান সংঘাতের সম্ভাবনা নতুন মাত্রা পাচ্ছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।