
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:২১

ফিলিস্তিনকে ভালোবাসা ও তাদের পাশে থাকা শুধু আবেগের বিষয় নয়, বরং মুমিনের ঈমানী দায়িত্ব। মহান আল কোরআনের দৃষ্টিতে মানুষ মূলত দুই ভাগে বিভক্ত— একদল মুমিন বা বিশ্বাসী, অন্যদল কাফির বা অবিশ্বাসী। মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তারা আল্লাহর দেয়া আদেশ ও নির্দেশকে জীবনব্যাপী বাস্তবায়ন করে। আর সেই আদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মুসলিম উম্মাহর দুর্দিনে পাশে থাকা, তাদের কষ্টে সহানুভূতিশীল হওয়া।
