প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩০
ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে কলেজের শহিদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নবগ্রাম রোড হয়ে চৌমহনী মোড় পেরিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।