প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৬:৪
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্য আমদানিতে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই শুল্কের সিদ্ধান্ত চীনের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে।