প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৯
গাজায় লাগাতার ইসরায়েলি হামলার কারণে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৫ এপ্রিল গাজা পরিদর্শনে যান। তিনি এই সফরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সামরিক কমান্ডারদের সঙ্গে গাজার উত্তরাঞ্চলে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের সময়, নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে আরও আক্রমণের হুঁশিয়ারি দেন এবং বলেন, হামাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।