রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজি (৫৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার দেওয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার তাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।