করোনায় মৃত্যু মিছিল যেন থামছেই না। স্পেনে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। শেষ খবর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭৩ জন। সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যু হয় ৬৭৪ জনের। চত্যুর্থ দিনের মতো দেশটিতে মৃতের হার কমা বজায় রয়েছে। ধীরে ধীরে এ হার আরও কমতে পারে আশা করা হলেও, ভবিষ্যত এখনও অনিশ্চিত। করোনায় মৃত্যুর দিক দিয়ে স্পেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৫। আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।