https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আওয়ামী নেতার , টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট উপহার ও নির্বাচনী হলফনামা নিয়ে বিতর্ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

শেয়ার করুনঃ
আওয়ামী নেতার , টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট উপহার ও নির্বাচনী হলফনামা নিয়ে বিতর্ক

বাংলাদেশি বংশোদ্ভূত এবং যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি বিতর্কিত অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠে এসেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক *ফিন্যান্সিয়াল টাইমস*-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে।  

প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত একটি দুই শয্যার ফ্ল্যাট উপহার পান টিউলিপ। এটি উপহার দেন বাংলাদেশি ডেভেলপার আবদুল মোতালিফ, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তবে নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাটের কোনো উল্লেখ করেননি টিউলিপ।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ফ্ল্যাটটি ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়, যা একই সময়ে ওই এলাকার বাজার মূল্যের তুলনায় অনেক কম। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে বছরে ৯০ হাজার পাউন্ড আয় করছেন টিউলিপ।  

টিউলিপ সিদ্দিক ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন এবং ২০১৫ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে ওই আসনে বিজয়ী হয়ে আসছেন। তবে তার পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রতিবেদন অনুযায়ী, উপহার পাওয়ার পর টিউলিপ এবং তার পরিবার কয়েক বছর ফ্ল্যাটটিতে ছিলেন। বর্তমানে এটি ভাড়া দেওয়া হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপের নির্বাচনী হলফনামায় এ সম্পত্তির কোনো উল্লেখ না থাকায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।  

এদিকে, ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের একজনের সঙ্গে বসবাস করছেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের এক সাবেক এমপির সন্তান। মোতালিফ স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন, তবে উপহার দেওয়ার বিষয়ে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে, তবে তা হবে বড় ভুল।  

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তার রাজনৈতিক অবস্থান এবং ভাবমূর্তির ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্যের রাজনীতিতে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

(তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস)  

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

কাশ্মিরে হামলার জেরে পাকিস্তানিদের ভিসা ছাড় বন্ধ

কাশ্মিরে হামলার জেরে পাকিস্তানিদের ভিসা ছাড় বন্ধ

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার জেরে কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের নাগরিকদের জন্য চালু থাকা সার্ক ভিসা ছাড় পোগ্রাম বাতিল করেছে দেশটি। একইসাথে বাতিল করা হয়েছে ভারত-পাকিস্তান ঐতিহাসিক সিন্ধু নদ চুক্তি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে গভীর

কাশ্মীর হামলার জের: পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধের ঘোষণা ভারতের

কাশ্মীর হামলার জের: পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধের ঘোষণা ভারতের

ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। দেশটির সরকার আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তিও স্থগিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, বৈধ নথিপত্রধারীরা ১ মে’র আগেই সীমান্ত পার হতে পারবেন। এরপর এই সীমান্ত দিয়ে আর কোনো যাতায়াতের সুযোগ থাকবে না। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার

ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনেই নিহত ৩৯, মৃত ছাড়ালো ৫১ হাজার

ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনেই নিহত ৩৯, মৃত ছাড়ালো ৫১ হাজার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। চলমান সংঘাতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৫০ জনে, যা মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে।   ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরু হয়। গত ১৮ মার্চ থেকে আবারও নতুন

উত্তর গাজায় হামাসের হামলায় নিহত ইসরাইলি সেনা

উত্তর গাজায় হামাসের হামলায় নিহত ইসরাইলি সেনা

উত্তর গাজার বেইত হানুনের কাছে হামাসের আকস্মিক হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনা গা’লেব স্লিমান আলনাসাসরা ছিলেন ৩৫ বছর বয়সী এবং গাজার উত্তর ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে কর্মরত ছিলেন। এই হামলার ফলে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রথমবারের মতো কোনও ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনা

নেতানিয়াহুর নির্দেশে গাজায় রক্তঝরা শনিবার

নেতানিয়াহুর নির্দেশে গাজায় রক্তঝরা শনিবার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন ফিলিস্তিনি। এ হামলার মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্পষ্ট করছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ ১৬ হাজারের বেশি, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায়