প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৪৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এ সম্পদ টিকিয়ে রাখতে হলে আমাদের প্রকৃতি ও পানির প্রতি আরও সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাছ আমাদের জন্য আল্লাহর দান, প্রকৃতির উপহার। কিন্তু আমরা প্রকৃতির ওপর যে নির্দয় আচরণ করছি, তা চলতে থাকলে একদিন মাছ কেবল স্মৃতিতে রয়ে যাবে। আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা বলি না। এতে উল্টো ক্ষতিই হচ্ছে।
ড. ইউনূস আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু তা এখনো পুরোপুরি আহরণ করতে পারিনি। তাই এ বিষয়ে উদ্যোগী হতে হবে। সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি দুর্ভাবনাও কম নয়। এজন্য প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হতে হবে।
তিনি উল্লেখ করেন, অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, নদীতে বিভিন্ন বর্জ্য ফেলেও পানিকে নষ্ট করা হচ্ছে। এতে প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, কৃষিক্ষেত্রে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও মাছ উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে টেকসই পদ্ধতি আবিষ্কার করতে হবে।
তিনি আহ্বান জানান, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে মৎস্য খাতকে রক্ষা করতে হবে। তাহলেই দেশীয় মাছের ভাণ্ডার আবার সমৃদ্ধ হবে।
আলোচনা শেষে তিনি মৎস্য খাতে অবদানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সবাইকে টেকসই মৎস্য আহরণে এগিয়ে আসার আহ্বান জানান।