প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৫
জামালপুরে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলার ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন মৎস্য চাষি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসক অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাকিয়া সুলতানা এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল কবির। সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, অভয়াশ্রমের গুরুত্ব এবং আধুনিক মৎস্য চাষপদ্ধতির প্রসারের উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক জলাধারগুলোতে দেশীয় মাছ সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। অভয়াশ্রমের মাধ্যমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা যায় এবং তা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মৎস্য সপ্তাহের কার্যক্রম সাধারণ মানুষকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে এবং জলজ পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে সহায়ক।
আলোচনা সভায় মৎস্য চাষিরা অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, পানির দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, স্থানীয় উদ্যোগ ও সরকারি সহায়তায় দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে শহরের হর্টিকালচাল সেন্টারের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা পোনামাছের গুরুত্ব ও সংরক্ষণের উপায় সম্পর্কে শিক্ষিত হন।
বক্তারা আরও বলেন, জলজ পরিবেশ রক্ষা এবং মাছের প্রজনন স্থান সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক ও তাজা পানির মাছের উভয় প্রজাতি টিকিয়ে রাখা সম্ভব। তারা জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি নদী, পুকুর ও জলাধারে বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেলার মৎস্য চাষিরা মৎস্য সপ্তাহ উদযাপনকে দেশের জলজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মনে করছেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে।
শেষে অনুষ্ঠানে জেলা প্রশাসক সকলকে দেশের মৎস্য সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং মৎস্য চাষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।