"একাত্তরে ভুল প্রমাণিত হলে ক্ষমা চাইবে জামায়াত: শফিকুর রহমান"

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন
"একাত্তরে ভুল প্রমাণিত হলে ক্ষমা চাইবে জামায়াত: শফিকুর রহমান"

একাত্তরে জামায়াতে ইসলামী যদি কোনো ভুল করে থাকে, তবে সন্দেহাতীতভাবে তা প্রমাণিত হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে—এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 


ডা. শফিকুর রহমান বলেন, ব্রিটেনের আদালত চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে যে রায় দিয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, "ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচার আমাদের দেশে হয়েছে, ব্রিটিশ বিচারপতিরা সেই রায়কে 'জেনোসাইড অব জাস্টিস' হিসেবে অভিহিত করেছেন।" তিনি আরও জানান, জামায়াতে ইসলামী দীর্ঘদিন গণমাধ্যমের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করতে না পারলেও, বর্তমান সময়ে সেই সুযোগ পেয়েছে।


বাংলাদেশের জাতিগত দুর্নীতি এবং অনৈক্য নিয়ে তিনি বলেন, দুর্নীতি দেশের জন্য জাতীয় লজ্জা, যা উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন, যেখানে তারা দুর্নীতি থেকে অনেকটা মুক্ত থাকতে সক্ষম হয়েছে এবং বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছে। 


তিনি ২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের 'জাতীয় বীর' হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং জানান, এ আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করেছিল, এমনকি প্রবাসীরা তাঁদের সাধ্য অনুযায়ী যুদ্ধ করেছেন। 


ডা. শফিকুর রহমান প্রবাসীদের রেমিটেন্সের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "প্রবাসীরা শুধু আর্থিক সহায়তা নয়, বরং ইন্টেলিজেন্স রেমিটেন্সও পাঠাতে পারেন, যা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক হবে।" 


তিনি দেশের সাম্প্রতিক সরকারের দুর্নীতি নিয়েও কথা বলেন এবং বলেন, "যে পরিমাণ উন্নয়ন হওয়া উচিত ছিল, তা হয়নি। উন্নয়ন প্রকল্পের ব্যয় সাধারণত অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এবং সময়মতো প্রকল্পের কাজ শেষ হয়নি, ফলে দেশের সম্পদ লুট হয়ে গেছে।" 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। এ ছাড়া, কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী কামাল হোসাইন।