কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বুধবার সকালে নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা চন্দ্রা এলাকায় এই অবরোধ শুরু করেন, যার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


শ্রমিকরা জানান, গত ১২ সেপ্টেম্বর তাদের আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। বেতন না পেয়ে তারা বাধ্য হয়ে সকাল সাড়ে ৯টায় মহাসড়ক অবরোধ করেন।


অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে যৌথ বাহিনীর মধ্যস্থতায় শ্রমিকরা দুপুর ২টায় অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


কালিয়াাকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসন শ্রমিকদের দাবি সমাধানের চেষ্টা করবে। শ্রমিকরা আশা প্রকাশ করেছেন যে, তাদের বকেয়া বেতন শীঘ্রই পরিশোধ করা হবে, যাতে ভবিষ্যতে আবার এমন প্রতিবাদে গা ভাসাতে না হয়।