ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মাস্ক ছাড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৮ অপরাহ্ন
ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মাস্ক ছাড়াই

করোনাভাইরাস মহামারির কারণে বলবৎ থাকা স্বাস্থ্যগত বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় এমনই নির্বাচনী সভায় মাস্ক ছাড়াই অংশ নিয়েছেন ট্রাম্প।বিশ্বে করোনায় সবচেয়ে খারাপ যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নর্থ ক্যারোলিনাসহ বিভিন্ন রাজ্যের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনা।

এমনই পরিস্থিতিতে নর্থ ক্যারোলিনার স্থানীয় স্বাস্থ্যগত বিধিনিষেধ ভেঙে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। মাস্ক ছাড়াই অবাধে প্রচারণায় অংশ নিয়েছেন ট্রাম্প। এমনকি ৫০ জনের বেশি লোকের জমায়েত নিষেধ থাকলেও ট্রাম্পের সমাবেশে যোগ দেয় কয়েকশ মানুষ। তাদের অনেকেই আবার মাস্ক পরেনি।উইন্সটন সালেমে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের খবর পেয়ে তাকে আগেই মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় কাউন্টি কমিশনের রিপাবলিকান চেয়ারপার্সন ডেভ প্লাইলার।

এছাড়া করোনা ঠেকাতে ওই এলাকায় মাস্ক পরার নিয়ম চালু রেখেছে স্থানীয় সরকার।তবে ডেভ প্লাইলারের আহ্বানে সাড়া দেননি ট্রাম্প। মঙ্গলবারের ওই সমাবেশে ট্রাম্প নিজে তো মাস্ক পরেননি, উল্টো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সামাজিক দূরত্বের নির্দেশনা মানছেন দেখে তাকে নিয়ে হাসাহাসি করেছেন।উল্লেখ্য, প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।