প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৫
অস্বাভাবিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে চলমান রকেট হামলা। একই সাথে বিস্তৃত সংঘাতের মধ্যে ইরানও একের পর এক ইসরায়েলি ঔদ্ধত্য সহ্য করছে।
প্রথমবার ইরান যখন হামলা চালায়, তখন ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে জবাব দেয়। সংঘাত পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যেই ইরানে আলোচনার টেবিলে থাকা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিনিধি ইসমাইল হানিয়াহকে হত্যা করে ইসরায়েল।
হানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক এবং এমনকি চীনের সাথে আলোচনা করছিলেন এবং ঐক্য গড়ে তোলার জন্য (গাজা যুদ্ধ থামাতে) বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন প্রতিনিধিকে একত্রিত করার চেষ্টা করছিলেন।
ইসরায়েল ইরানে হানিয়াহকে লক্ষ্য করে সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। ইরানের মাটিতে এই হামলা ছিল সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছিল। ইসরায়েলের এমন কর্মকাণ্ড সাধারণত যে কোনো রাষ্ট্রকে শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে তুলবে।