খরচের লাগাম টানতে একবেলা কম খায় যুক্তরাজ্যবাসী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২০শে মে ২০২২ ০৯:০৩ অপরাহ্ন
খরচের লাগাম টানতে একবেলা কম খায় যুক্তরাজ্যবাসী

সারাবিশ্বে খাদ্য সংকটসহ জীবনযাপনের ব্যয় বেড়েছে। মূল্যস্ফীতির কারণে নানা দেশ এখন বিপদে। বিপাকে পড়ছে তৃতীয় বিশ্বের মানুষসহ উন্নত দেশগুলোও। এর প্রভাব থেকে বাদ পড়েনি যুক্তরাজ্য। জরিপ সংস্থা ইপসোসের এক সমীক্ষা বলছে, দেশটির অনেক নাগরিক এক বেলা না খেয়ে লাগাম টানার চেষ্টা করছেন খরচ বাঁচানোর।


মূল্যস্ফীতির কারণে বিশ্বে পণ্যমূল্য যেন লাগামছাড়া ঘোড়ার মতো ছুটে চলেছে। অনুন্নত, উন্নয়শীল দেশ তো বটেই মুদ্রাস্ফীতির কবলে পড়েছে যুক্তরাজ্যের মতো দেশ। বর্তমানে ইউরোপের সর্ববৃহৎ ৫ অর্থনীতির দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি বিরাজ করছে যুক্তরাজ্যে। জি-সেভেন ভুক্ত দেশগুলোর মধ্যেও যা সর্বোচ্চ।


জরিপ সংস্থা ইপসোসের এক সমীক্ষা বলছে, দেশটির ২৫ শতাংশ নাগরিক এক বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, বিদ্যুতের খরচ বাঁচাতে ঘর গরম রাখার জন্য হিটিং ব্যবস্থাও বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন ৫০ শতাংশ মানুষ।


আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জরিপে অংশ নেয়া বেশির ভাগ মানুষ। করোনা মহামারী সামাল দিতে না দিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম বাড়ছে দেশটিতে। মূলত তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই মূল্যস্ফীতি আরো বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা।


চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটিতে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৯ শতাংশ। যা ৪০ বছরে মধ্যে সর্বোচ্চ। চলতি মাসের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ডও সতর্ক করে বলেছে, এমনটা চলতে থাকলে বছরের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি পৌঁছাতে পারে ১০ শতাংশে।


সঙ্কট মোকাবিলায় ব্যবসায়িদের বিনিয়োগ, প্রশিক্ষণ এবং উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। বিনিময়ে আসন্ন বাজেটে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।