পারিবারিক বিরোধের জেরে লিটন সিকদার ওরফে লিটু (৪২) নামের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির গাজীকে র্যাব-১০ গ্রেফতার করেছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুন-উল ইসলাম সোমবার জানান, ঢাকা থেকে জাকির গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নিয়ে বরিশালে উদ্দেশ্য রওয়ানা হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ ও একটি পুলিশ টিম।
জানা যায়, ৩১ জুলাই রাতে বরিশাল নগরের উপকণ্ঠ কাশিপুরের পূর্ব বিল্ববাড়ি এলাকায় লিটন সিকদারের বাড়িতে দেড়শ থেকে দুইশ’ লোকের হামলা চালানো হয়। হামলাকারীরা লিটন ও পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে। বাড়িতে আগুন ধরিয়ে দেন। হামলায় লিটন সিকদার নিহত হন। আহত হন তার মা, ভাই ও বোন।
এই ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম ১ আগস্ট বরিশাল নগরের বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।