প্রকাশ: ২ মে ২০২২, ২২:৫৬
রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ২১৯ শিশু নিহত হয়েছে। দেশটির প্রসিকিউটর জেনারেলের অফিসের বরাত দিয়ে সোমবার (২ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে প্রায় ২১৯ শিশু প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছে আরও ৪০৫ জন। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া হতাহতের এ পরিসংখ্যান স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে, চলমান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎক অঞ্চলে।
এদিকে আগামী ৯ মে রাশিয়ার আসন্ন বিজয় দিবস উদ্যাপন ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের গতির ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার (১ মে) এ কথা জানান তিনি।
অনেকের ধারণা ছিল, ৯ মে অর্থাৎ ১৯৪৫ সালে রাশিয়ার কাছে নাৎসি জার্মানির আত্মসমর্পণের দিনটিকে জয় কিংবা যুদ্ধবিরতি ঘোষণার উপায় খুঁজবে রাশিয়া। কিন্তু একই গতিতে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে সেই ধারণা অনেকটাই পাল্টে দিলেন লাভরভ।
তিনি বলেন, আমাদের (রুশ) সামরিক বাহিনী বিজয় দিবসসহ কোনো তারিখেই তাদের কর্মকাণ্ডে পরিবর্তন আনবে না। ইউক্রেনে অভিযানের গতি নির্ভর করবে বেসামরিক লোক এবং রাশিয়ার সেনাদের জন্য কোনো ঝুঁকি কমানোর প্রয়োজনের ওপর।
রাশিয়া সাধারণত মস্কোতে একটি বৃহৎ সামরিক কুচকাওয়াজ এবং ইউরোপে ফ্যাসিবাদের পরাজয়ে দেশটির অগ্রণী ভূমিকাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তৃতা দিয়ে বিজয় দিবসের আয়োজনের সূচনা করে।
দিনটিকে সামনে রেখে তাই মস্কো ইউক্রেনে অভিযান সাময়িক বা পুরোপুরি বন্ধ করতে পারে মনে করা হলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সের্গেই লাভরভ।