প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩
রোজ সন্ধে হলে চলত মদপান ! দুধ-ঘি তো খেতই। হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১ কোটি টাকার ‘সুলতান’-এর। না, এই সুলতান কোনও ব্যক্তি নয়। হরিয়ানার একটি মোষ। নিছক একটি মোষ বলে ভেবে বসলেও ভুল হবে। হরিয়ানা-সহ গোটা দেশে পরিচিত ছিল সুলতান।
পুরো নাম সুলতান ঝোটে। হরিয়ানার এই মোষ সংবাদের শিরোনামে এসেছিল তার দামের জন্যই। দাম উঠেছিল ২১ কোটি। সেই সুলতানের হঠাৎ করে হৃদ্রোগে মৃত্যু হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানায়।