https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১৬:৪

শেয়ার করুনঃ
আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসময় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ৪ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি।

বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে বেশ কয়েকটি শহরে। এদিকে, সহিংস হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এএফপিকে জানায়, ৪ জন নিহত হয়েছে হামলার ঘটনায়। তবে ইতালির একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে ১১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।হামলার ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।

এদিকে, আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মিয়ানমারে ভূমিকম্পে ১৬০০ নিহত, উদ্ধারকাজ অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে ১৬০০ নিহত, উদ্ধারকাজ অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৪ জনে। আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকাজ চলাকালে একের পর এক লাশ বেরিয়ে আসছে ধ্বংসস্তূপের নিচ থেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মান্দালয় অন্যতম। শহরটিতে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।   ভূমিকম্পের পর মিয়ানমারের সামরিক সরকারের

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত, নিহত সবাই

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত, নিহত সবাই

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে প্লেনের সব আরোহী নিহত হয় স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বিধ্বস্ত প্লেনটি আইওয়ার ডেস মইনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়াপোলিসের আনোকা কাউন্টি-ব্লেইন বিমানবন্দরের দিকে যাচ্ছিল   দুর্ঘটনার পরপরই বাড়িটিতে আগুন ধরে যায় তবে বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে

সৌদি আরবে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে

সৌদি আরবে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। মক্কা ও মদিনার নিয়মিত আপডেট প্রদানকারী ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।   মধ্যপ্রাচ্যের শীর্ষ সংবাদমাধ্যম গাল্ফ নিউজ ও খালিজ টাইমসও একই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে

মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক হারে প্রাণহানি বাড়ছে

মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক হারে প্রাণহানি বাড়ছে

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার দুপুরে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ১৪৭, বাড়তে পারে সংখ্যা

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ১৪৭, বাড়তে পারে সংখ্যা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ড, চীন, ভারত, ভিয়েতনাম এবং বাংলাদেশেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের হিসাব অনুযায়ী, এ ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন এবং ৭৩২ জনের বেশি আহত হয়েছেন। থাইল্যান্ডে ভূমিকম্পের কারণে তিনজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে ১১৭ জন আটকা পড়েছেন। মিয়ানমারে স্থানীয় সময় দুপুর ১২টা