আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলা সদর তালেবান বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মার্ক মিলি। তিনি বলেন, দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২০০টিই এখন তালেবানদের দখলে।
বুধবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস্ অব স্টাফের চেয়ারম্যান এ কথা বলেন। বার্তাসংস্থা রয়টার্সের।
জেনারেল মিলি বলেন, 'এখনো কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে না গেলেও এগুলোর সীমানায় তারা চাপ বাড়াচ্ছে।'
এদিকে দোহায় আফগান-তালেবান আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেনি দুই পক্ষ। এরপরই ১৫টি কূটনৈতিক মিশন ও আফগানিস্তানে ন্যাটোর প্রতিনিধি তালেবানদের প্রতি আক্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২৯টিতে কয়েকশ সরকারি ভবন ধ্বংস করার জন্য তালেবানকে দায়ী করেছে দেশটির সরকার। অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান থেকে প্রত্যাহার সম্পন্ন করার পরপরই বিভিন্ন জেলা ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের হামলা শুরু করে তালেবান। এতে দেশটির প্রদেশগুলোতে লড়াই ছড়িয়ে পড়ে আর দেশজুড়ে নিরাপত্তাহীনতা বাড়তে শুরু করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।