https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মমতার শপথ গ্রহন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ মে ২০২১, ১১:৫২

শেয়ার করুনঃ
মমতার  শপথ  গ্রহন
তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জী।


বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। করোনা আবহের কারণে ছোট পরিসরে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ কারণে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ছিলেন শপথ অনুষ্ঠানে।


এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, শপথগ্রহণের দিন ঠিক হওয়ার পর সোমবার রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মমতা ব্যানার্জী। এরপর তার কাছে পদত্যাগপত্র জমা দেন।


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার দুর্দান্ত জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।


#ইউনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছেন। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলো আগামী ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের প্রতি কড়া অবস্থান বজায় রেখেছেন তিনি। চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫

 যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।   আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

ইসরাইলের অবরোধে গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজায় 'গমের একটি দানাও' প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘোষণা গাজাবাসীর জন্য নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে।   সোমবার আনাদোলু বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ এই ঘোষণা দেন। গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

গাজা ও পশ্চিম তীরের ওপর ইসরায়েলের একের পর এক হামলার বিরুদ্ধে প্রতিবাদে ফিলিস্তিনিরা ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) ধর্মঘটের ফলে পশ্চিম তীরের দোকানপাট, বিদ্যালয় এবং প্রশাসনিক ভবনগুলো বন্ধ ছিল। একইভাবে, পূর্ব জেরুজালেমের সালাহেদ্দিন সড়কও ছিল খালি। এই ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনিরা তাদের ওপর চলমান জাতিগত নিধন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছে। ফাতাহ, হামাসসহ ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনগুলোর জোট এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নতুন করে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। হামলায় আরও শতাধিক লোক আহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বার্তাসংস্থা আনাদোলু ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।   আল জাজিরা জানায়, গত সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত ছিল, যার