খনি দুর্ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ১০:৪২ পূর্বাহ্ন
খনি দুর্ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার

কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধার-কর্মীরা। প্রায় এক মাস আগে অবৈধ একটি স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তাদের প্রাণহানি ঘটে। রবিবার (১৮ এপ্রিল) এক কর্মকর্তা একথা জানান। 


বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, খনি শ্রমিকের এ গ্রুপ গত ২৬ মার্চ সেখানে আটকা পড়ে। প্রবল বর্ষণের কারণে ১৭ মিটার (৫৫ ফুট) গভীর এ স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তাদের এমন পরিণতি বরণ করতে হয়।


সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় খনি সংস্থার প্রেসিডেন্ট জুয়ান মিগুয়েল ডুরান বলেন, ‘ উদ্ধার দলের সদস্যরা সেখান খনি থেকে ১১টি লাশ উদ্ধার করেছে।



কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার কৌকা রিভারের তীরে অবস্থিত এ খনির চারদিক আবারো প্লাবিত হওয়ায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়। প্রকৃতপক্ষে এ উদ্ধার কার্যক্রম শেষ করতে ৪৮ ঘণ্টারও কম সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।


শনিবার ভোরে সেখান থেকে প্রথম লাশ উদ্ধার করা হয়। ডুরান নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন।


#ইনিউজ৭১/জিয়া/২০২১